এডেনিয়াম গরমের খুব জনপ্রিয় একটি ফুল । এর রূপ বৈচিত্র্য বরাবর আমাদের মুগ্ধ করে । সৌন্দর্যে গোলাপের প্রায় সমতুল্য বলা হয়ে থাকে । তাই এডেনিয়াম মরু গোলাপ নামেও পরিচিত । গাছটি পুরো গরমকালে ফুল দেয়,প্রায় সেপ্টেম্বরের শেষ পর্যন্ত । কিন্তু শীত পড়লেই তার ঘুমন্ত দশা(Rest Period) শুরু হয়,যাকে আমরা ডরমেন্সি পিরিয়ডও বলে থাকি । আজকে আমি এই পোস্টে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব I এই সময় এডেনিয়ামের পরিচর্যা কেমন হবে সে সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেল “Horticulture”- এ বিস্তারিত আলোচনা করেছি ।
যারা আমার থেকে এডেনিয়াম কিনেছ, তারা শীতকালে গাছগুলোকে কিভাবে যত্ন করবে আজ সেটা আলোচনা করব । আর যারা আমার থেকে অ্যাডেনিয়াম কিনতে চাও তারা 8972774914 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাডেনিয়াম নিতে পারো I আমার কাছে এডেনিয়ামের প্রায় আড়াইশোর বেশি ভ্যারাইটি রয়েছে I
উপযুক্ত জায়গা :–গাছটা খুব কড়া রোদ পছন্দ করে আর যেটা এর একেবারে অপছন্দের সেটা হল শীত বা ঠান্ডা। তাই যে জায়গায় একেবারে ঠান্ডা আসে না বা খুব কম আসে আর যেখানে কুয়াশা একেবারেই লাগবে না সেরকম জায়গায় গাছগুলো রাখতে হবে। যদি গাছের সংখ্যা বেশি হয়,সরানো সম্ভব না হয় সেক্ষেত্রে প্রথমে গাছের সব পাতা কেটে যেকোন ফাংগিসাইড 1লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে।এরপর গাছগুলোকে সারিবদ্ধভাবে রেখে একটা ত্রিপল বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে।এমনভাবে রাখতে হবে যেন কুয়াশা একদম না পড়ে আর কনকনে ঠান্ডাও যেন না আসে।রাতে এই জায়গায় যদি 100wএর বাল্ব লাগিয়ে রাখা সম্ভব হয় তবে সেটা গাছের জন্য খুব ভালো হবে। ব্যালকনি বা বারান্দাতে ছোট গাছগুলো রাখা যেতে পারে।
খাবারের ব্যাবস্হাপনা:–যেহেতু শীতকাল এই গাছের ডরমেনসি পিরিয়ড তাই এইসময় গাছে কোনরকম খাবার দেওয়া যাবে না। এই নিয়মটি শুধুমাত্র দু বছরের বেশি বয়স্ক গাছের জন্য প্রযোজ্য I এই সময় গাছ পুরো বিশ্রামে থাকবে। তবে দু বছরের কম বয়সী এডেনিয়াম গাছের খাবার দিলে গাছের গ্রোথ ভালো হয় এবং ডরমেনসি পিরিওডে কোনরকম বিশ্রাম যাতে না পায় সেই ব্যবস্থা করলে ভালো হয় I তোমরা যদি এডেনিয়ামের জন্য বিশেষ ফুড পেতে চাও তাহলেও উপরে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো I
জলের ব্যাবস্হাপনা :– যেহেতু এই সময় কোন খাবার দেওয়া যাবে না তাই শুধুমাত্র জলের ওপর নির্ভর করে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। গাছের চাহিদা অনুযায়ী জল দিতে হবে। এছাড়া গাছের কডেক্স নরম হয়ে গেলে ও জল দিতে হবে।
নিষিদ্ধ :- দুই বছরের বেশি বয়স্ক গাছে কোনরকম কাটাই ছাটাই করা যাবে না। কোনভাবে আঘাত দেওয়া যাবে না। গাছের এখন পর্যাপ্ত পরিমানে বিশ্রামের প্রয়োজন যাতে ফেব্রুয়ারীতে যখন গাছের শিকড়,ডাল কাটাই ছাটাইয়ের মাধ্যমে গাছের ঘুম ভাঙানো হবে এবং চাহিদা অনুযায়ী পুষ্টিমোলের ব্যবস্হাপনা করা হবে তখন গাছ খুব সহজেই সেই পুষ্টিমৌল গ্রহন করে নতুন নতুন অনেক শাখা প্রশাখা বিস্তার করে নিজেকে প্রচুর ফুল ফোটানোর উপযোগী করে তুলতে পারবে। কিন্তু দু’বছরের কম বয়স্ক অ্যাডেনিয়াম গাছ গুলিতে মরশুমের সময়ে যা যা পরিচর্যা করতে হয় তা এই ডরমেনসি পিরিওডে চলবে I
Thanks dada .
khub valo theko tumi..
Amar adenium gachhe akhono phul phutchhe. Ai obosthay ki korbo ?
Khub valo laglo
Amaro adenium gachhe phul phutchhe. Ai obosthay ki korbo ? Ei gacher jonno best pot size n shape ki ?