হাউসপ্লান্ট সাম্রাজ্যের মনস্টেরা ফ্যামিলির অন্তর্গত একটি জনপ্রিয় গাছ মনস্টেরা ডেলিসিওসা। বাড়ীতে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার জন্য বাড়ীকে সবুজের সমারোহে সাজিয়ে তোলার প্রবল ইচ্ছা যাদের মনে সুপ্ত থেকে গেছে তাদের কথা মাথায় রেখেই আজ আমার এই আলোচনা । এই হাউসপ্লান্ট ঘরের মধ্যে, ব্যালকনি এবং যে জায়গায় অল্প আলো আসে সেই সমস্ত জায়গা গুলিতে সুন্দরভাবে করা যাবে।
টব নির্বাচন:–গাছ প্রতিস্হাপন করার আগে টব নির্বাচন করা আবশ্যক। গাছের আকার অনুযায়ী টব নির্বাচন করতে হয়। বড় গাছ হলে দশ ইঞ্চি এবং একটু ছোট হলে আট ইঞ্চি টব নিতে হবে। এর কম নেওয়া যাবে না।
মাটি প্রস্তুতি:–এই গাছের জন্য দুভাবে মাটি তৈরী করা যায়। এর যেকোন একটি নির্বাচন করা যেতে পারে।
প্রথম পদ্ধতি(মাটি ছাড়া):– এর জন্য দরকার চার ভাগ কোকোপিট, এক ভাগ ভার্মিকম্পোস্ট এক ভাগ বিল্ডিং তৈরীর লাল বালি এবং একটি মিশ্র সার (এর জন্য আমার 8972774914 হোয়াটস্অ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে) দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো,আট ইঞ্চি টবের জন্য একমুঠোর একটু কম।
দ্বিতীয় পদ্ধতি:–দুভাগ গার্ডেন সয়েল(হাতের কাছে যে ধরনের মাটি আছে,মূলত এঁটেল মাটি),একভাগ নদীর সাদা বালি (river sand/silver sand/horticultural sand),একভাগ ভার্মিকম্পোস্ট বা এক বছরের পুরোনো পচানো গোবর সার বা পাতাপচা সার, একভাগ কোকোপিট এবং উক্ত পরিমান অনুযায়ী মিশ্র সার।
বি:দ্র :– টবে মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টবের ওপর 2ইঞ্চি ফাঁকা জায়গা থাকে।
আলো :– প্রতিস্থাপনের পর একসপ্তাহ বা পাঁচদিনছায়াতে রাখতে হবে গাছটি ভালোভাবে ধরে যাওয়ার জন্য। এরপর উজ্জ্বল আলো আসে অথচ রোদের তাপ আসে না এরকম জায়গায় গাছটা রাখতে হবে।
জল :– মাটিতে কোকোপিট থাকা মানে সেই গাছ জল এবং মাটির ময়েশ্চার ভালোবাসে। খুব বেশি বেশি জল দেওয়া যাবে না। মাটির ময়েশ্চার একটু কমে গেলে তবেই জল দিতে হবে। সেটা বেস প্লেটে দেওয়া যায় আবার মাটিতে ও দেওয়া যায়।
খাবারের ব্যবস্হাপনা:–দুমাস অন্তর অন্তর NPK 19:19:19 বা 20:20:20 বা সমান রেশিওর যেকোন NPK এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেসপ্লেট বা গাছের গোড়ায় দিতে হবে।এছাড়া উপরিউক্ত যে মিশ্র সার আছে সেটা মাসে একবার দশ ইঞ্চির জন্য একমুঠো এবংআট ইঞ্চির জন্য একমুঠোর একটু কম ব্যবহার করতে হবে।