নিম পাতার নির্যাস থেকে তৈরী জৈব কীটনাশকের প্রথম পদ্ধতি

Arindam Hait A

নিম(Azadirachta indica) :–

নিম একটি অতি পরিচিত, বহুল প্রচারিত বিবিধ ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ। যে গাছের পাতা,ডাল,বাকল,রস প্রভৃতি মানুষের বিভিন্ন রোগের ওষুধ হিসাবে প্রাচীনকাল থেকে ব‍্যবহৃত হয়ে আসছে। নিমের এই গুণাগুণের কথা বিবেচনা করেই *বিশ্ব স্ব‍াস্হ‍্য সংস্হা একে “একুশ সতকের বৃক্ষ” বলে ঘোষণা করেছে।

যারা বাগানে কোন রাসায়নিক কীটনাশক ব‍্যবহার করতে চাও না বিশেষত:তাদের কথা মাথায় রেখেই আজ এই পর্বে নিমপাতার নির্যাস থেকে একটি জৈব কীটনাশকের প্রস্তুত প্রণালী ও তার ব‍্যবহার বিধি সম্পর্কে বিশদে আলোচনা করব

প্রয়োজনীয় উপকরণ :–

  1. দুশো গ্রাম কাঁচা নিমপাতা,
  2. এক লিটার জল 
  3. পাঁচ গ্রাম গুঁড়ো সাবান অথবা দু টেবিল চামচ তরল সাবান।

বি:দ্র :– এক্ষেত্রে পুকুরের জল,গভীর টিউবওয়েলের জল,মিনারেল ওয়াটার এগুলি সরাসরি ব‍্যবহার করা গেলে ও কর্পোরেশনের জল ব‍্যবহার করতে হলে সেই জল একটা উন্মুক্ত পাত্রে বারো ঘন্টা রেখে দিতে হবে। ফলে জলের মধ‍্যে থাকা ক্লোরিন উবে গিয়ে সেই জল ব‍্যবহারোপযোগী হয়ে উঠবে। 

পদ্ধতি :–

দুশো গ্রাম কাঁচা নিমপাতা এক লিটার জলে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বারো ঘন্টা পর ওই নিমপাতা জল থেকে তুলে নিয়ে ভালো করে বেটে একটি মিহি পেষ্ট তৈরী করে নিতে হবে। এই পেষ্টটা,যে জলে নিমপাতা ভেজানো ছিল  সেই জলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ওর থেকে কিছুটা আলাদা পাত্রে নিয়ে ওর সাথে পাঁচ গ্রাম গুঁড়ো সাবান অথবা দু টেবিল চামচ তরল সাবান মিশিয়ে পুনরায় আগের সম্পূর্ণ মিশ্রণটার সাথে মিশিয়ে নিলেই কীটনাশক তৈরী।

প্রয়োগ বিধি :–

এই মিশ্রণ শুধুমাত্র সূর্য ডোবার পর ই সমস্ত গাছে কেবলমাত্র একবারের জন‍্য ব‍্যবহার করা যাবে। কারণ সূর্যের প্রখর তাপে নিমের কার্যকারিতা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। ধন‍্যবাদ।🙏🙏🙏


Response (1)
  1. D
    Debasish Maity Dec 24

    Thnks for this Information…

Leave a comment
Your email address will not be published. Required fields are marked *