দুইশ গ্রাম সরিষার খোল বা বাদাম খোল এক লিটার জলে 7 দিন পচাতে হবে। এই মিশ্রন রোজ ভালো করে নাড়িয়ে দিতে হবে। 6 দিনের দিন ওর সাথে 30 গ্রাম ফসফেট ও 20 গ্রাম মিউরেট অফ পটাশ / সালফেট অফ পটাশ মেশাতে হবে। এবার অষ্টম দিনে গাছে দেওয়ার আধঘন্টা আগে ওর সাথে 50 গ্রাম ইউরিয়া ও 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মেশাতে হবে। আধঘন্টা পর মিশ্রন পুরো ছেঁকে নিয়ে ওর সাথে 15 লিটার জল মেশাতে হবে। এই সার প্রতি দশদিন পরপর জমির গাছ হলে 15-20 টা এবং টবের গাছ হলে 20-30 টা গাছে দেওয়া যেতে পারে।
Ei Saar ta sob seasonal flowers e deowa jabe?
Author description e horticulture banan bhul ache.