টবে গাঁদাফুল করার পাঁচটি টিপস

Arindam Hait A

শীতকালীন মরসুমি ফুলের মধ‍্যে একটি অন্যতম জনপ্রিয় ফুল হল গাঁদা যা ইনকা, মেরিগোল্ড, জায়েন্ট মেরিগোল্ড, জায়েন্ট আফ্রিকান মেরিগোল্ড, আফ্রিকান মেরিগোল্ড নামে বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় ও তাদের পরিচিতও ওই নামে । আজ আমি গাঁদা ফুল করার পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো অনুসরণ করলে সকলেই খুব সুন্দর করে এই ফুলে তাদের বাগান, উঠান ভরিয়ে তুলতে পারবে।

প্রথম টিপস :– গাঁদা ফুলের জন‍্য দরকার হালকা দোয়াশ মাটি অর্থাৎ যে মাটিতে বালির ভাগ বেশি। এই মাটি তৈরী করতে লাগবে একভাগ গার্ডেন সয়েল (হাতের কাছে যে ধরনের মাটি আছে, মূলত এঁটেল মাটি), দুভাগ নদীর সাদা বালি(River sand/silver sand/horticultural sand),আর একভাগ ভার্মিকম্পোস্ট বা একবছরের পুরোনো পচানো গোবর সার বা একবছরের পুরোনো পচানো পাতাপচা সার।

দ্বিতীয় টিপস :– শীতকালীন সমস্ত রঙিন ফুলগাছের জন‍্য কড়া রোদের দরকার হয়। এই গাঁদার ক্ষেত্রে ও তার অন‍্যথা হয় না। তাই নূন‍্যতম ছয় ঘন্টা রোদ আসে এরকম জায়গায় গাঁদা ফুলের গাছ করতে হবে। যারা ব‍্যালকনিতে করতে চাও করতে পারো তবে সেখানেও যেন  ছয় ঘন্টা রোদ পায় সেটা খেয়াল রাখতে হবে ।

তৃতীয় টিপস :– এই গাছের জন‍্য দরকার হালকা দোঁয়াশ মাটি। এর মানে হল এই গাছ খুব বেশি পরিমাণ জল পছন্দ করে না। তবে অবশ‍্যই এর প্রয়োজনানুযায়ী জল দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে জল যেন কখন ই না জমে যায়। মাটিতে ময়েশ্চার থাকাকালীন জল দেওয়া যাবে না। যখন টবের  উপরের মাটি 1-2ইঞ্চি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে।

চতুর্থ টিপস :– NPK 5:10:5 গাঁদা গাছের  জন‍্য উপযুক্ত খাবার, কিন্তু যদি না পাওয়া যায় তবে একটি তরল সারের ব্যবস্থা করতে হবে I

তরল সার তৈরীর পদ্ধতি :– আড়াইশো গ্রাম সরষের খোল এক লিটার জলে সাত দিন ভেজাতে হবে। অষ্টম দিনে ওই খোলের সাথে চা চামচের এক চামচ DAP অথবা TSP মেশাতে হবে। নবম দিনে মিশ্রণটিকে পুরো ছেঁকে নিয়ে তার সাথে আরও পাঁচ লিটার জল মিশিয়ে প্রতি দশ দিন অন্তর প্রত‍্যেকটা গাছে 250মিলি করে দিতে হবে। সার দেওয়ার আগের দিন অবশ‍্যই মাটি ভিজিয়ে নিতে হবে।

পঞ্চম টিপস :– গাছ  প্রতিস্থাপন করার পাঁচ দিন পর থেকে গাছের প্রয়োজন অনুসারে ডাইমেথয়েড 30% এই কম্পোজিসনের কীটনাশক (Rogor/rogor plus/tafgor) এক লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। এই গাছে এফিডস,থ্রিপস,মাকড়ের আক্রমণ দেখা যায়। এফিডস আর থ্রিপস এর জন‍্য ডাইমেথয়েড 30%কম্পোজিসনের কীটনাশক খুব ভালো কাজ করে। 

মাইটস:– এর জন‍্য পাতার তলায় ঠান্ডা জল স্প্রে করতে হবে। তাছাড়া সুপার সোনাটা নামক PGR এক লিটার জলে এক মিলি বা দেড় মিলি মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। আর বাংলাদেশি বন্ধুদের জন্য যেকোনো মাকড়নাশক ব্যবহার করলেই এ থেকে  পরিত্রাণ পাওয়া সম্ভব হবে I

এই হল  গাঁদা ফুল গাছ করার পাঁচটি টিপস যা অনুসরণ করলে তুমি সুন্দরভাবে প্রচুর ফুল ফোটাতে পারবে I


Response (7)
  1. S
    Sabari Dec 12

    Thank you…. it’s really helpful.

  2. A
    Atanu Dhar Dec 12

    Very informative. Thank you very much.

  3. R
    Ripan Hossain Dec 14

    Nice

  4. K
    Kamalendu Sengupta Dec 16

    গাছ সমন্ধে তোমার কাছ থেকে অনেক কিছুই শিখতে চেষ্টা করছি । ধন্যবাদ ।

Leave a comment
Your email address will not be published. Required fields are marked *